যুবকের দুচোখ খুঁচিয়ে মাঠে ফেলে রেখে গেল দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় মোল্লা সাইফুল ইসলাম (৪০) নামের এক যুবকের দুই চোখ খুঁচিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরের দিকে উপজেলার মঠেরপাড় গ্রামের একটি মাঠ থেকে দুচোখ রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে স্থানীয় লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত সাইফুল মোল্লা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মোল্লা আবদুল কাদের ওরফে নুরু মোল্লার ছেলে। পুলিশ বলছে, সাইফুলের বিরুদ্ধে শরণখোলা থানায় ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। সঙ্গীদের সঙ্গে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে আহত সাইফুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর দুই চোখ ক্ষতবিক্ষত। চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চোখ খুঁচিয়ে দেওয়া হয়েছে। তা ছাড়া তাঁর পায়ে ফোলা জখম রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর চোখ নষ্ট বা পা ভেঙেছে কি না, তা পরীক্ষা–নিরীক্ষার পরই বলা যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, রোববার ভোররাতের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সাইফুলকে মারধর করে দুই চোখ খুঁচিয়ে রক্তাক্ত করে ফসলের মাঠে ফেলে রেখে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার তাঁকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করেন।

ওসি বলেন, এই সাইফুলের বিরুদ্ধে শরণখোলা থানায় ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। সাইফুল চিহ্নিত অপরাধী। তাঁর আরও সঙ্গী আছে। সেই সঙ্গীদের সঙ্গে বিরোধে জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।