যেভাবে হারানো লাখ টাকা ফিরে পেলেন ফেরোজা

ট্রেনের ভেতর টাকার পুঁটলি হারিয়ে ফেলেছিলেন যাত্রী ফেরোজা বেগম। জিআরপি পুলিশ সেই টাকা খুঁজে তাঁর হাতে তুলে দেয়। বুধবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানায়
সংগৃহীত

ট্রেন থেকে নেমে ফেরোজা বেগম (৫০) দেখতে পান ব্যাগের ভেতর টাকার পুঁটলি নেই। ততক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। এ ঘটনার কথা তিনি জিআরপি পুলিশ ফাঁড়িতে জানান। সেখানকার কর্মকর্তা দ্রুত ওই ট্রেনের গোয়েন্দা পুলিশকে জানায়। পরে ট্রেনের বগির ভেতর সেই টাকার পুঁটলি পাওয়া যায়। বুধবার দুপুরে ফেরোজা বেগমের হাতে সেই এক লাখ ১৯ হাজার টাকা তুলে দেয় জিআরপি পুলিশ।

ফেরোজা বেগম রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা মজিবর রহমানের স্ত্রী। মঙ্গলবার রাতে তিনি মেয়েকে নিয়ে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে ওঠেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে তাঁরা কাউনিয়া রেলস্টেশনে নামেন। প্ল্যাটফর্মে নামার পর ফেরোজা বেগম দেখতে পান নীল পলিথিনে ব্যাগে থাকা টাকা পুঁটলিটা নেই। তিনি বিষয়টি কাউনিয়া জিআরপি পুলিশ ফাঁড়িতে জানান।

ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, তিনি ফোনে বিষয়টি লালমনি এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনে থাকা রেলওয়ে গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলামকে জানান। লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ও মহেন্দ্রনগর রেলস্টেশনের মাঝামাঝি থাকা অবস্থায় এএসআই নজরুল ইসলাম দুই বগির মধ্যবর্তী সংযোগ দরজার কাছাকাছি মেঝেতে নীল পলিথিনের ব্যাগ খুঁজে পান। ফোনে তিনি টাকা খুঁজে পাওয়ার কথা জানান।

টাকা ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। টাকা ফিরে পেয়ে ফেরোজা বেগম আমাদের জন্য দোয়া করেছেন। আমরা তাতেই সন্তুষ্ট।
নজরুল ইসলাম, এএসআই, জিআরপি

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা কার্যালয়ে বুধবার দুপুরে ফেরোজা বেগমের হাতে ওই টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এসআই আবদুল মতিন, এএসআই নজরুল ইসলাম, নদী ভাঙা পরিষদের সম্পাদক এমএ হান্নান প্রমুখ।

এএসআই নজরুল ইসলাম বলেন, ‘টাকা ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। টাকা ফিরে পেয়ে ফেরোজা বেগম আমাদের জন্য দোয়া করেছেন। আমরা তাতেই সন্তুষ্ট।’

ফেরোজা বেগম বলেন, ‘মেয়ের সংসারের প্রয়োজনে টাকাটা নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। কখন যে টাকার পুঁটলি ট্রেনের ভেতরে হারায় গেছে নাকি কেউ টান দিয়ে নিয়েছে বলতে পারছিলাম না। পরে পুলিশকে জানাই। তাঁরা খোঁজ করে টাকাটা দিয়েছে। আমার মেয়ের সংসার বাঁচল। আল্লাহ তাদের ভালো করবে এই দোয়া করি।’