যৌতুক মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রদল নেতা বদিউজ্জামান শেখ
ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম স্ত্রীর করা যৌতুক মামলায় তাঁকে বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদরের হুলারহাট লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বদিউজ্জামান শেখ পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা মহল্লার বাসিন্দা।

ছাত্রদল নেতা বিয়ের পর থেকে বদিউজ্জামান শেখ তাঁর স্ত্রী সাজিয়া আফরিনকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। কয়েক মাস আগে তিনি তাঁর স্ত্রীর কাছে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি বদিউজ্জামান শেখের সঙ্গে খুলনার খালিসপুরের সাজিয়া আফরিনের বিয়ে হয়। ওই দম্পতির দেড় বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের সময় বদিউজ্জামান শেখকে যৌতুক হিসেবে মোটরসাইকেল ও আসবাব দেওয়া হয়। বিয়ের পর থেকে বদিউজ্জামান শেখ তাঁর স্ত্রী সাজিয়া আফরিনকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। কয়েক মাস আগে তিনি তাঁর স্ত্রীর কাছে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।

মামলা সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে বলার পরও যৌতুকের টাকা না পেয়ে ছাত্রদল নেতা বদিউজ্জামান শেখ তাঁর স্ত্রী সাজিয়া আফরিনকে নির্যাতন শুরু করেন। পরে ওই টাকা না পেয়ে সাজিয়াকে তাঁর বাবার বাড়ি খুলনার খালিসপুরে পাঠিয়ে দেন তিনি। এরপর পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বদিউজ্জামানের পরিবার সাজিয়াকে ঘরে ফিরিয়ে নিতে রাজি হননি। গত ১৫ জুলাই সাজিয়া খুলনার একটি আদালতে স্বামী ও শাশুড়িকে আসামি করে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। আদালত বদিউজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সাজিয়া আফরিন বলেন, ‘সম্প্রতি বদিউজ্জামান শেখ আমার ও সন্তানের তথ্য গোপন করে এবং আমার অনুমতি না নিয়ে যশোরে দ্বিতীয় বিয়ে করেছেন।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, প্রথম স্ত্রীর করা মামলায় বদিউজ্জামান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।