রংপুর বিভাগে করোনা শনাক্তের হার বেড়ে ১৮

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে নতুন করে আবার করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে ১৮। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ৫৫। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৪০১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৯৬। এর মধ্যে রংপুর জেলার ২১ জন, পঞ্চগড়ের ৪, নীলফামারীর ৭, লালমনিরহাটের ৩, কুড়িগ্রামের ২, ঠাকুরগাঁওয়ের ৭, দিনাজপুরের ২৬ ও গাইবান্ধার ২ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৫৯ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, নতুন করে মৃত্যু না হলেও এ পর্যন্ত রংপুর বিভাগের আট জেলার করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫২ জন। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩২ জন মারা যান। এ ছাড়া করোনায় রংপুরে ২৯৩ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম ইসলাম বলেন, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার আগের চেয়ে কমে আসছে। তবে বর্তমানে নতুন ধরন অমিক্রন এবং করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, তা উদ্বেগজনক।