রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের করোনা শনাক্ত, দুজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন কুড়িগ্রাম ও অন্যজন দিনাজপুরের বাসিন্দা। একই সময়ে বিভাগে আরও ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ১৩৭ জনের। অন্যদিকে এ বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৪ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ জন।

আজ বৃহস্পতিবার দুপুরের পর রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৯৬ জনের মধ্যে দিনাজপুর জেলার ২৭৫ জন, ঠাকুরগাঁওয়ের ৪৭, নীলফামারীর ২০, পঞ্চগড়ের ১২, কুড়িগ্রামের ১৩, লালমনিরহাটে ১১, গাইবান্ধার ১১ ও রংপুরের ৭ জন আছেন।

এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৪৪ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৬১ জন, রংপুরের ১০৩, ঠাকুরগাঁওয়ের ৫৪, পঞ্চগড়ের ২০, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ১৯, কুড়িগ্রামের ২৬ ও গাইবান্ধার ২৩ জন আছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, এ অঞ্চলে দিন দিন করোনা শনাক্ত বাড়ছে। তাই তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।