রংপুর শহরে নতুন কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু

রংপুরে নগরের পাবলিক লাইব্রেরিতে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। সকাল ১০টায় টিকা দিতে আসা নারী–পুরুষের দীর্ঘ লাইন।
প্রথম আলো।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় রংপুর শহরে টিকা কার্যক্রমের স্থান পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার থেকে সিনোফার্মের প্রথম ডোজের টিকা রংপুর উচ্চবিদ্যালয়ের পরিবর্তে এর পাশে পাবলিক লাইব্রেরি হলে দেওয়া হচ্ছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা যায়।

সরেজমিন দেখা গেছে সকাল থেকে রংপুর পাবলিক লাইব্রেরি হলে টিকাপ্রত্যাশীদের ভিড়। পাবলিক লাইব্রেরির হল থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো পাবলিক লাইব্রেরি মাঠে টিকাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। ওই লাইনে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে তাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের আলাদা করে তাঁদের আগে টিকা দেওয়া হয়।

শহরের নিউ জুম্মাপাড়া এলাকার বাসিন্দা শহর বানু (৪৫) বলেন, ‘কাইল এলাকার মানুষের মুখে শুনবার পাছি যে আইজ হাইস্কুলোত (উচ্চবিদ্যালয়) প্রথম টিকা দেওয়া হইবে। কিন্তু এটে আসি দেখি স্কুল চলেছে। পরে জানবার পারনো যে পাবলিক লাইব্রেরি হলোত টিকা দেওয়া হইবে। তাই আসিয়া লাইনোত দাঁড়েয়া টিকা দিনো।’

কুকরুল এলাকার বাসিন্দা শমসের মিয়া (৫০) বলেন, ‘গ্রামোত আস্তে আস্তে সবায় টিকা দেওছে। আর টিকা না দিলে কামোত গেইলে আগে পুচ (জিজ্ঞাসা) করে টিকা দেওয়া আছে কি না। টিকা না দিলে শহরোত কাজ পাওয়া যায় না। তাই টিকা দিনো।’

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান বলেন, নতুন করে ৫০ হাজার প্রথম ডোজের টিকা এসেছে। তাই জরুরি ভিত্তিতে গতকাল মঙ্গলবার শহরে মাইকে প্রচার চালানো হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা তাঁদের নিজেদের উদ্যোগেও প্রচার করেছেন।

কামরুজ্জামান আরও বলেন, এখন একটু প্রচার করতে পারলেই টিকাপ্রত্যাশীরা ছুটে আসেন টিকাকেন্দ্রে। সঙ্গে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতেও ভুল করেন না তাঁরা। প্রথম ডোজের এই টিকা ছাড়াও রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া অব্যাহত রয়েছে।