রংপুরে তিস্তার পাড় আর উন্মুক্ত স্থানে ঈদের বিকেলে ঘোরাঘুরি

ঈদের বিকেলে তিস্তা নদীর পাড়ে ঘুরতে বের হন অনেকে। বুধবার রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা সেতু এলাকায়।
ছবি: প্রথম আলো

করোনা পরিস্থিতির কারণে সব বিনোদনকেন্দ্র বন্ধ। কিন্তু নদীর পাড় উন্মুক্ত। ফলে ঈদের দিন বিকেলে সেখানেই ছুটে গেছেন মানুষ। রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর পাড় ঈদের দিন বিকেলে শত শত মানুষের পদচারণে মুখর ছিল। পাড়ে বসে থেকে, ছবি তুলে, আবার কখনো নদীর বুকে নৌকায় ভেসে সময় কাটাতে দেখা গেছে আগত ব্যক্তিদের।

রংপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার তিস্তা সেতু। মানুষের ভিড় ছিল সেতুর ওপরেও। বড়দের সঙ্গে ছিল শিশুরাও। নদীতে ভেসে চলা যন্ত্রচালিত বড় নৌকায় লাউড স্পিকারে গান বাজাতে শোনা যায়।

নদীর পাড়ে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন রংপুরের সংস্কৃতিকর্মী ফারুক হোসেন। তিনি বলেন, ‘করোনায় বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তাই একটি মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে আসা। এভাবে ঘোরার আনন্দই আলাদা।’

বিকেলে পরিবার নিয়ে অনেককে সময় কাটাতে দেখা যায় কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জিলা স্কুলের মাঠে। এসব প্রাঙ্গণে বড়দের সঙ্গে আসা শিশুরা এদিক-সেদিক ছুটোছুটি করছিল।

জিলা স্কুল মাঠে এসেছিলেন প্রাক্তন কয়েক শিক্ষার্থী। সোহেল রানা নামে একজন বলেন, ‘দিগন্তজোড়া খোলা মাঠে কত দিন আসা হয় না। তাই বিনোদন পেতে ঘুরেফিরে এই মাঠে এসে বিশ্রাম নিচ্ছি। মুক্ত বাতাসে বসে শ্বাস নেওয়ার আনন্দই আলাদা।’

বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর জেলা শহরের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া জানা যায়নি। জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ডিবি) আলতাফ হোসেন। তিনি বলেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যদের টহল রয়েছে।