রাউজানে বাড়িতে চুরির পর আগুন দিল দুর্বৃত্তরা

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ঘরের মালপত্র। বুধবার বিকেলে রাউজান পৌরসভার উত্তর বণিক পাড়ায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের রাউজান উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে চুরি ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পাশের দুটি বাড়িতেও চুরি ও তছনছ করা হয়েছে। আজ বুধবার ভোরে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বণিক পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বণিক পাড়ায় মৃত নেপাল ধরের ছেলে জীবন ধর থাকেন চট্টগ্রাম নগরীতে। তাঁদের কয়েকটি কক্ষ তালা দেওয়া থাকে। তাঁদের পাশে থাকেন তাঁর চাচারা। দুর্বৃত্তরা নেপাল ধরের একটি কক্ষের ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়। ওই ঘরের আলমারি থেকে জিনিসপত্র ও দুই ভরি সোনা লুট করা হয়। বুধবার ভোরে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হিন্দু পাড়ার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া ওই বাড়ির ২০০ গজ দূরের নেপাল ধরের ঘরে দুর্বৃত্তরা ঢুকে জিনিসপত্র তছনছ করে। এর পাশের স্বপন ধরের ঘরের আলমারি ভেঙে জিনিসপত্র চুরি হয়েছে। তবে ওই দুটি পরিবারের লোকজন পরে বিষয়টি টের পায়।

জীবন ধর প্রথম আলোকে বলেন, তিনি চট্টগ্রাম নগরীতে থাকেন। বুধবার সকালে এসে দেখেন বাড়ির তাঁর কক্ষটি আগুনে পুড়ে গেছে। দুই ভরি সোনাসহ আলমারির জিনিসপত্র লুট হয়েছে। ওই সময় বাড়ির লোকজন একজনকে পালিয়ে যেতে দেখেছেন। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই বলে জানান তিনি।

ওই পাড়ার বাসিন্দারা জানান, আগুন নেভানোর পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্য আসেন। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ আগুন দিয়ে পালিয়ে গেছে। তবে আমরা তদন্ত করে ঘটনার কারণ বের করার চেষ্টা করছি।’

ঘটনার পর বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির, মেয়র জমির উদ্দিনসহ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী বলেন, এখানে নাশকতার ঘটনা বিশ্বাস করা যায় না। ষড়যন্ত্র হতে পারে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এটি চুরির ঘটনা। চুরির করে পালিয়ে যাওয়ার সময় সিগারেটের টুকরা থেকে আগুন লাগতে পারে। ওই বাড়িতে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।