রাউজানে ২২ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন কোভিড পজিটিভ

চট্টগ্রামের রাউজানে ২২ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮। গতকাল বৃহস্পতিবার রাতের ফলাফলে এ তথ্য পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল উপসর্গ আছে—এমন ২২ জন রাউজানের বাসিন্দার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আজ শুক্রবার সকালে এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন। তিনি বলেন, এ উপজেলায় কোভিডে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। মোট আক্রান্ত মানুষের সংখ্যা ২২৮। তার মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। ১ জন মারা গেছেন। তবে ইতিমধ্যে এই উপজেলার বাসিন্দাদের মধ্যে কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ২৫ জন।