রাঙামাটিতে সেগুনবাগান থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় দুই পক্ষের সংঘর্ষে তিনি নিহত হতে পারেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উগারী পাড়ার পাশে সেগুনবাগান এলাকায় একজনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে রাজস্থলী থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। তবে তাঁর নাম ও ঠিকানা জানতে পারেনি পুলিশ।

গতকাল রাত ১০টার দিকে উগারী পাড়াবাসী সেগুনবাগান এলাকায় গুলির শব্দ শুনতে পান।

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচি মং মারমা বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে উগারী পাড়াবাসী সেগুনবাগান এলাকায় গুলির শব্দ শুনতে পান। আমাদের ধারণা সেই সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।’

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বুকে গুলিবিদ্ধ। দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত হতে পারেন বলে আমরা ধারণা করছি।’