রাঙ্গাবালীতে যাত্রীবাহী স্পিডবোটডুবি, ১৩ জন উদ্ধার, নিখোঁজ ৫

প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে যাত্রীবাহী স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে। স্পিডবোটের চালকসহ ১৩ জন যাত্রীকে উদ্ধার করলেও এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, বিকেল সাড়ে চারটায় রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭ জন যাত্রীসহ আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশে ছেড়ে যায়। স্পিডবোটটি আগুনমুখা নদী পাড়ি দেওয়ার সময় ঢেউয়ের তোড়ে তলা ফেটে যাত্রীসহ স্পিডবোটটি ডুবে যায়। খবর পেয়ে সন্ধ্যার দিকে ওই নৌপথে চলাচলকারী দুটি স্পিডবোট উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ জন যাত্রীকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে ডুবে যাওয়া স্পিডবোটটির পাঁচজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ যাত্রীদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। তাঁর নাম মহিবুল্লাহ (৩০)। নিখোঁজ অন্য যাত্রীরা হলেন মো. মোস্তফা (৩৫), মো. কবির (২৮), মো. হাসান (৩৫) ও মো. ইমরান (৩৫)।

খবর পেয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমানও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনো অভিযান চলছে বলে তিনি জানান।