রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরও এক যাত্রীর মৃত্যু

দুর্ঘটনার পর নিহত রতন দাশের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হলো। তাঁরা দুজনই মাছ ব্যবসায়ী ছিলেন।

মারা যাওয়া ব্যক্তির নাম টুন্টু দাশ (৪২)। সকালে দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যাওয়া রতন দাশের ছোট ভাই তিনি। নিহত টুন্টু ও রতন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাশের ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন অটোরিকশাচালক একই ইউনিয়নের চন্দ্রঘোনা খন্দকারপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে আবদুল করিম (৫০) ও আধুরপাড়া গ্রামের এখলাস মিয়ার ছেলে আবদুল গফুর (৫০)।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম শহর থেকে আসা কাপ্তাইমুখী একটি খালি ট্রাক রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা শেখ রাসেল ইকোপার্ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী অটোরিকশার যাত্রী রতন দাশ। আহত হন রতন দাশের ছোট ভাই টুন্টু দাশসহ তিনজন। টন্টু আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন