রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

নিহত কাজী আবুল কাশেম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। তাঁর নাম কাজী আবুল কাশেম (৬৫)। উপজেলার ত্রিপুরা সুন্দরী গ্রামে আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেমের ছেলে কাজী মো. মহসিন বলেন, সকালে ত্রিপুরা সুন্দরী পাহাড়ি এলাকায় তাঁদের কৃষিজমিতে কাজ করতে যান তাঁর বাবা। কিছু বুঝে ওঠার আগেই ১২ থেকে ১৫টি বন্য হাতির দল তাঁকে আক্রমণ করে। এ সময় একটি হাতি পিষ্ট করে তাঁকে। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁর বাবা কাজী আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কৃষকেরা বলছেন, ধান পাকলে বন্য হাতির দল প্রতিবছর লোকালয়ে নেমে আসে। হাতির দল ফসলেরও ব্যাপক ক্ষতি করে।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে হাতি। হাতিগুলো তাড়াতে বন বিভাগ কাজ করছে।