রাজনগরে ৯ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে অব্যাহতি

বাংলাদেশ আওয়ামী লীগ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নয়জনকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে। ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন জেলা যুবলীগের সদস্য নকুল চন্দ্র দাস, উত্তরভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ সাহিদুজ্জামান ছালিক ও দিগেন্দ্র চন্দ্র সরকার, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শামসুর নূর আজাদ, মো. জহিরুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মো. টিপু খান ও স্বেচ্ছাসেবক লীগের বর্তমান আহ্বায়ক মো. আকমল হোসেন এবং সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ গোলাম কিবরিয়া।

মিলন বখত প্রথম আলোকে বলেন, যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের সাধারণ সদস্য। কোনো পদ-পদবিতে ছিলেন না। অন্যরা সহযোগী সংগঠনের নেতা। তাঁরা সবাই নৌকা প্রতীক চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন। মনোনয়ন না পেয়ে তাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের নিজ নিজ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।