রাজবাড়ীর বানিবহে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার।

জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্স ও মুসলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্সের লাইসেন্স ছিল না। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ১৯৫৬-এর ৩ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অভিযোগে মুসলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আশপাশের বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্স ও মুসলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, রাজবাড়ী সদর থানার সহকারী পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম ও পেশকার রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক বলেন, জরিমানা করার পর তা আদায় করা হয়েছে।