রাজশাহী বিভাগে এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত দ্বিগুণের বেশি

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

রাজশাহী বিভাগে এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছে দ্বিগুণের বেশি। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এ বিভাগে। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৭৯ জন। গত বছরের আগস্টের পর শনাক্তের সংখ্যা সর্বোচ্চ ছিল আজ। তবে এ বিভাগে গত তিন দিনে করোনায় কেউ মারা যাননি।

আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় তিন গুণের বেশি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের দেহে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৯ দশমিক ১৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৫৭২ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। তখন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ১৮৪ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৭৭, পাবনায় ৩৫, বগুড়ায় ২৯, সিরাজগঞ্জে ২২, জয়পুরহাটে ১০, নওগাঁয় ৯ জন রয়েছেন। এদিন নমুনা পরীক্ষা না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে কারও করোনা শনাক্ত হয়নি।

মহামারি শুরুর পর থেকে রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৮৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৬২৪ জন। আর মারা গেছেন ১ হাজার ৬৯৪ জন। বাকিরা হাসপাতাল কিংবা ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী জেলায় করোনার সংক্রমণ বেশি। এ ছাড়া বিভাগের অন্যান্য জেলাতেও ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে। এ কারণে পরীক্ষার পরিমাণও বাড়ানো হচ্ছে।