রাজশাহী বিভাগে করোনায় এক দিনে মারা গেলেন চারজন

প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে এক দিনে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। তাঁদের মধ্যে বগুড়ায় দুজন, নাটোর ও পাবনায় একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগের ৮ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, করোনায় রাজশাহী বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ বগুড়ায় ১৮৫ জন মারা গেছেন। এ ছাড়া রাজশাহীতে ৪৫ জন, নওগাঁয় ২১, চাঁপাইনবাবগঞ্জে ১৪, নাটোরে ১১, জয়পুরহাটে ৭, সিরাজগঞ্জে ১৩ ও পাবনায় ১০ জন কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কোভিড–১৯ রোগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১২ জন। এ নিয়ে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৩। তাঁদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৪।