রাজশাহী বিশ্ববিদ্যালয়: দিনভর বাইরে থেকে সিট পেলেন আকিব

মঙ্গলবার সন্ধ্যায় সিট পেয়েছেন আকিব জাবেদ
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলের সেই আবাসিক শিক্ষার্থী আকিব জাবেদ দিনভর বাইরে থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় সিট পেয়েছেন। হল প্রশাসন তাঁকে ২৪২ নম্বর কক্ষে তুলে দিয়েছে। এর আগে সকাল নয়টায় হলটির ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল তাঁকে হল থেকে বেডিংপত্রসহ বের করে দেন।

ভুক্তভোগী আকিব জাবেদ বলেন, তাঁর নামে বরাদ্দ করা কক্ষ ছিল ১২৯ নম্বর। হল প্রশাসন তাঁকে ২৪২ নম্বর কক্ষে তুলে দিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, পরবর্তী সময়ে তাঁর পছন্দের কক্ষে তুলে দেওয়া হবে।

সন্ধ্যায় আকিবকে হলে তোলার সময় হল প্রাধ্যক্ষ মো. হবিবুর রহমান, ছাত্র-উপদেষ্টা তারেক নূর, সহকারী প্রক্টর আরিফুর রহমান উপস্থিত ছিলেন। হবিবুর রহমান বলেন, আকিবকে ২৪২ নম্বর কক্ষে তাঁরা তুলে দিয়েছেন। এখন তাঁকে আবাসিক শিক্ষকেরা দেখবেন।

সোমবার রাত ১২টার দিকে আকিব জাবেদকে হলের ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মঙ্গলবার সকাল নয়টার মধ্যে হল থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। পরে তিনি এসে আকিবের বেডিংপত্রসহ সবকিছু বের করে দেন। এর পর থেকে দিনভর ওই শিক্ষার্থী বাইরেই ছিলেন।

আরও পড়ুন