রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আসাবুল হক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক মো. আসাবুল হককে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার নিয়োগের পর তিনি তাঁর দায়িত্বে যোগ দিয়েছেন। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসাবুল হককে নিয়োগ দিয়েছেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। এর আগে সকালে রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত অফিস আদেশে ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলীকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ হবিবুর রহমান হলের সামনে মালবাহী ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব নিহত হন। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভারপ্রাপ্ত প্রক্টরকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত, পাঁচটি ট্রাকে আগুনআসাবুল হক ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ, বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সদস্য, বিশ্ববিদ্যালয় সিনেটের নির্বাচিত সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আসাবুল হক মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান স্টিয়ারিং কমিটির সদস্য।