রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক বরখাস্ত

অপরাধ
প্রতীকী ছবি

দুর্নীতির দায়ে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. খাইরুল ইসলামকে সোমবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পর তাঁকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ সূত্র জানায়, খাইরুল ইসলামের বিরুদ্ধে এক ব্যক্তির কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত হয়েছে। তদন্তে তাঁর অভিযোগ প্রমাণিত হওয়ার সোমবার পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ আসে।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও খাইরুল ইসলাম ফোন ধরেননি। গত কয়েক দিন আগে ডিবি কার্যালয়ের হাজতখানা থেকে এক আসামি পালিয়ে যাওয়ার জের ধরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এক সহকারী কমিশনারসহ ৩৮ জনকে বদলি করা হয়।

খাইরুল ইসলামকে বরখাস্ত করার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রথম আলোকে বলেন, আগের বদলির ধারাবাহিকতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ আছে।