রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে তিনজন করোনায় ও সাতজন করোনা উপসর্গে মারা গেছেন। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

হাসপাতালের পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় একজন করে মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে রাজশাহীর ২৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭, নাটোর ও নওগাঁর ৪ জন করে, মেহেরপুরের ২ ও চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ২৭১ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৫৮ জন। এঁদের মধ্যে রাজশাহীর ১৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৮, নাটোরের ২৪, নওগাঁর ২৪, পাবনা ও কুষ্টিয়ার ৪ জন করে, চুয়াডাঙ্গার ২ ও অন্য এলাকার ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজশাহীর দুটি ল্যাবে জেলার ৪০০ মানুষের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৫ শতাংশ। আগের দিন রাজশাহীর দুটি পিসি আর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৪৩ শতাংশ।