রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

করোনাভাইরাস।
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন। মৃত ব্যক্তিদের মধ্যে ছয়জন করোনার উপসর্গ নিয়ে, ছয়জন করোনা পজিটিভ এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ২০৮ জনের মৃত্যু হলো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬২ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৫ জন।

হাসপাতালের ৩০৯টি শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০২ জন। এর মধ্যে রাজশাহীতে ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০ জন, নাটোরে ৩০ জন, নওগাঁয় ২৯ জন, পাবনায় ৫ জন, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার দুজন আছেন। আগের দিন ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩৭৭ জন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৮০ জন করোনা পজিটিভ, ১৬৪ জন সন্দেহভাজন করোনা রোগী ও ৫৮ জন নেগেটিভ রোগী।