রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে করোনায় মারা গেছেন পাঁচজন। বাকি আটজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য জানা যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহী জেলার ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ ও কুষ্টিয়া জেলার ১ জন রয়েছেন। আগের দুদিন এ হাসপাতালে ১২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৭, নওগাঁর ৪, পাবনার ১ ও কুষ্টিয়ার ১ জন। এ নিয়ে ২৭১ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ১৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯, নাটোরের ২০, নওগাঁর ২৫, পাবনার ৭, কুষ্টিয়ার ৫, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার ১ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৪৩ দশমিক ৪৩ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৩৯টি নমুনায় ৩৫ জনের পজিটিভ ধরা পড়ে। শনাক্তের হার ২৫ দশমিক ১৮ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৩৩ নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৪ দশমিক ৬ শতাংশ।