রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ২ জন করে এবং পাবনার ১ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন, ৪ জন করোনার উপসর্গে ও ৪ জন করোনায় ফলাফল নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী।
আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান ১৯ জন। এর মধ্যে গত জুন থেকে এ পর্যন্ত এখানে মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ২০৪ জন। এর আগে জুন মাসে মারা যান ৩৪৬ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৮ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ৫১৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২২৯ জন, সন্দেহভাজন ২৩৬ জন ও নেগেটিভ ৫২ জন। হাসপাতালে মোট রোগীর মধ্যে রাজশাহী জেলার রয়েছে ৩০৪ জন। দ্বিতীয় অবস্থানে থাকা নাটোরের ভর্তি আছেন ৬৬ জন, পাবনার ৪৫, নওগাঁর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২ জন। আগের দিন হাসপাতালে মোট রোগী ছিলেন ৫১৮ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে শয্যাসংখ্যা আছে ৪৫৪।
রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নওগাঁর ১৩৩টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ৩৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫৬ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ১০টি নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
এদিকে আজ সকালে রাজশাহী সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগরে আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনে মোট ১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩০৪ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ১৬ জনের।
রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এর মধ্যে রাজশাহী নগরে ২ জন ও উপজেলায় ১ জন মারা গেছেন। এ নিয়ে রাজশাহী জেলায় করোনায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ১৯৪। এর মধ্যে রাজশাহী নগরে মারা গেছেন ১০৫ জন।