রাজশাহীতে অস্ত্র ঠেকিয়ে দুর্বৃত্তরা ছিনিয়ে নিল ১৭টি সোনার বার

প্রতীকী ছবি

রাজশাহীতে ১৭টি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো ছিনতাইকারী ধরা পড়েনি। ভুক্তভোগীদের দাবি, গতকাল বিকেলে রাজশাহী নগরের শিরোইল এলাকায় অস্ত্র ঠেকিয়ে তাঁদের কাছ থেকে বারগুলো ছিনতাই করা হয়েছে। এই ১৭টি বারের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

জিতেন ধর ও ধীরেন ধর নামের দুই ব্যক্তির কাছ থেকে সোনার বারগুলো ছিনতাই করা হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে।

জিতেন দাবি করেছেন, গতকাল বিকেল চারটার দিকে নগরের বোয়ালিয়ার থানার শিরোইল এলাকায় অস্ত্র ঠেকিয়ে কয়েকজন যুবক তাঁদের কাছ থেকে বারগুলো ছিনতাই করেছে। সোনার বারগুলো ফেনী থেকে আনা হয়েছিল। প্রতিটি বারের ওজন ১০ ভরি। মোট ১৭০ ভরি সোনার দাম প্রায় দেড় কোটি টাকা। ধীরেন ফেনী থেকে বারগুলো আনেন। এরপর তাঁরা রাজশাহীর একজন স্বর্ণ ব্যবসায়ীকে বারগুলো দেওয়ার জন্য এনেছিলেন। তাঁরা শিরোইল এলাকায় বাস থেকে নেমে নগরের বালিয়াপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ি যাচ্ছিলেন। তখনই তাঁদের পথ আটকে বারগুলো ছিনতাই করে নেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ছিনতাইকারী ধরা পড়েনি।