রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সূর্যের দেখা নেই

ফাইল ছবি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজশাহীতে গতকাল রোববার রাত থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল সূর্যের দেখা পাওয়া গেলেও আজ সোমবার বেলা দেড়টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দিনের তাপমাত্রা কিছুটা কমায় মানুষের আনাগোনা কমেছে রাজশাহী নগরজুড়ে। মোটা কাপড় পরে মানুষ বের হয়েছে। নিম্ন আয়ের মানুষ কাজের খোঁজে বের হয়েছেন। এইচএসসি পরীক্ষা চলায় অভিভাবকদের ছাতা নিয়ে ভিড় করতে দেখা গেছে কেন্দ্রগুলোর সামনে।

অটোরিকশাচালক রিপন মিয়া সকালেই বের হয়েছেন। তিনি বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষ বের হয়েছে কম। এ কারণে তিনি ভাড়া কম পেয়েছেন। রিপন বলেন, শীত লাগার আশঙ্কায় তিনি গরম কাপড় পরেছেন।

নগরের তালাইমারী এলাকায় আজ সকাল থেকে নিম্ন আয়ের মানুষকে কাজের খোঁজে বসে থাকতে দেখা গেছে। আবেদ আলী নামের এক শ্রমিক সকাল সাড়ে ১০টা পর্যন্ত বসে ছিলেন। তিনি বলেন, অনেকেই কাজ না পেয়ে চলে গেছেন। বৃষ্টি-বাদলের দিনে কাজের সুযোগ কম থাকে। তারপরও যদি কাজ পাওয়া যায়, সে আশায় তিনি বসে আছেন।

রাজশাহী আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল রাত থেকে থেমে থেমে রাজশাহীতে বৃষ্টি হয়েছে। রাতের বৃষ্টির পরিমাণ ছিল ১ মিলিমিটারের মতো। দিনেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আজ সূর্য নাও দেখা যেতে পারে।

আবহাওয়া পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আবহাওয়া এমন। তবে আগামীকাল মঙ্গলবার থেকে রাজশাহীর আকাশ পরিষ্কার থাকবে।