রাজশাহীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে গোদাগাড়ী ইউনিয়নের রামপাড়ায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রেখেছিলেন। অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। হামলায় আহত দুজন হলেন গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ছিনিয়ে নেওয়া আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি। হামলায় আহত এসআই মনিরুল ইসলাম ও এএসআই মাসুদুর রহমান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ইফতে খায়ের আলম বলেন, তিনজন পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে রামপাড়ায় গিয়েছিলেন। আসামিকে গ্রেপ্তারের পর তাঁরা মোটরসাইকেলে তুলেও নেন। তখন ১০-১২ জন ব্যক্তি পুলিশের ওপর হঠাৎ হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন। এরপর এসআই মনিরুল ও এএসআই মাসুদুরকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্য পুলিশ কনস্টেবল থানায় খবর দিলে অতিরিক্ত ফোর্স গিয়ে অবরুদ্ধ দুজনকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে আর পাওয়া যায়নি। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হবে।