রাজস্থলীতে চাঁদের গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় চাঁদের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে বাঙালহালিয়া-রাজস্থলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ওই স্কুলছাত্রের নাম ওপ্রæইচিং মারমা (১৮)। সে কাপ্তাই উপজেলা চিৎমরম উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। আহত অপর দুজন হলেন কলেজছাত্র মওইচিং থুই মারমা ও মোটরসাইকেলচালক কাঞ্চন তঞ্চঙ্গ্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজস্থলী সদর থেকে মোটরসাইকেলে স্কুলছাত্র বাঙালহালিয়া বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি শফিপুরের কুদমছড়া আবাসিক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি জিপ (চাঁদের গাড়ি) ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেলচালকসহ তিনজন ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নেন। এ সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র ওপ্রæইচিং মারমাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের চিকিৎসক বিলিয়ম এ সাংমা বলেন, স্কুলশিক্ষার্থী ওপ্রæইচিং মারমা হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।