রাজাপুরে মসজিদের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন মসজিদের দোতলার দেয়াল ধসে মো. পলাশ হাওলাদার নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে উপজেলা সদরের পূর্ব রাজাপুরের এলেমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশ হাওলাদারের (৩২) লাশ উদ্ধার করে। নিহত পলাশ এলাকার মো. তোফাজ্জেল আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব রাজাপুরের এলেমিয়া জামে মসজিদের উন্নয়নে স্থানীয় শ্রমিকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছিলেন। বিকেলে নির্মাণাধীন দেয়ালের ওপর তৈরি করা মাচায় দাঁড়িয়ে লিন্টেলের ঢালাই দিচ্ছিলেন পলাশ হাওলাদার। একপর্যায়ে মাচাসহ দেয়াল ভেঙে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পলাশের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।