রাজাপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় দুলাল খান (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদুর রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী বেলায়েত হোসেন। আসামি দুলাল খান পলাতক।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাতে উপজেলার ব্যাপারী বাড়ির ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলালকে আটক করে বরিশাল র‌্যাব-৮–এর একটি দল। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি প্যাকেটে ৫০৪ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে এ ঘটনায় ওই রাতেই দুলালের বিরুদ্ধে মামলা হয়।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) অমর কুমার সিং ২০১২ সালের ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে রোববার রায় দেন।

দুলাল খান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামতলা গ্রামের সোবহান খানের ছেলে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোস্তাফিজুর রহমান।