রাজৈরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন শাকিল ফকির (২৪), শাহিন ফকির (২৫) ও মো. অনিক হোসেন (২৪)। শাকিল রাজৈর উপজেলার দ্বারাদিয়া এলাকার লিয়াকত ফকির, শাহিন একই এলাকার আলেম ফকির ও অনিক ওই এলাকার ইসমাইল মুন্সীর ছেলে।

রাজৈর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকেরহাট বন্দর থেকে একটি মিনিট্রাক মস্তফাপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান আরোহী শাকিল, শাহিন ও অনিক। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে ওই রাতে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শাহিন মারা যান। শাকিল ও অনিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শাহিন মারা যান। শাকিল ও অনিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন যুবকেরই মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। তবে মহাসড়কে দুর্ঘটনার বিষয়গুলো হাইওয়ে পুলিশ দেখে। থানা-পুলিশ এর বেশি কিছু জানে না।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কোনো কিছু পাননি। দুপুরে ফোনে খবর পান, আহত তিনজনই মারা গেছেন। নিহতের পরিবার তাঁদের এখনো কিছু জানায়নি। তাই ওই ট্রাক বা তার চালককে তাঁরা এখনো আটক করতে পারেননি।