রাতে ডেকে নেওয়ার পরদিন খালে মিলল শিক্ষকের লাশ

রাসেল মিয়া

গাজীপুরের শ্রীপুরে বিলাইঘাটা গ্রামে লবলং খালের পাশ থেকে রাসেল মিয়া (২৪) নামের এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সেখানে মরদেহটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। এ সময় নিহতের পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
নিহত রাসেল মিয়া শ্রীপুরের সিংদিঘী গ্রামের সুজন মিয়ার ছেলে। তিনি একই উপজেলার বারতোপা গ্রামের শিশুকানন বিদ্যানিকেতনে শিক্ষকতা করতেন। পাশাপাশি একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

রাসেলের চাচাতো ভাই সরাফত আলী জানান, গতকাল শনিবার রাত নয়টার দিকে পাশের বাড়ির আবু বক্কর মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল রাসেলকে ডেকে নিয়ে যান। এরপর গভীর রাতেও রাসেল ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এ সময় তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে সোমবার সকালে বিলাইঘাটা এলাকায় লবলং খালের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর জানতে পারেন তাঁরা। পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রাসেলের বলে শনাক্ত করেন।

সিংদিঘী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক রাসেলের এক আত্মীয় জানান, আবু বক্কর মণ্ডলের সঙ্গে রাসেল ও তাঁর পরিবারের জমিজমা নিয়ে বিরোধ আছে। এ ঘটনার সঙ্গে পারিবারিক বিরোধিতার একটি সম্পর্ক থাকতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এখনো আটক করা যায়নি, তবে চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।