রাতে ভোট স্থগিত, সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা

বরিশালের মেহেন্দীগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণার পর আজ সোমবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিঠু চৌধুরীর সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের সলদি গ্রামে হামলায় প্রার্থীর সমর্থক চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের প্রথমে মেহন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণার পর উত্তর উলানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিঠু চৌধুরীর সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর সমর্থক চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। সকালে সলদি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বিজ্ঞপ্তি জারি করে উপজেলার উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার কথা ঘোষণা দেন। সন্ধ্যা সাতটার দিকে এ-সংক্রান্ত চিঠি পান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ইউপি দুটির নির্বাচনের তফসিল স্থগিত করার কথা উল্লেখ করা হয়। ১০ ডিসেম্বর নবগঠিত এই দুই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।

রোববার রাতে নির্বাচন স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বতন্ত্র প্রার্থী মিঠু চৌধুরী অভিযোগ করেন, রোববার রাত থেকেই তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা শুরু করে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম মোল্লার সমর্থকেরা। সোমবার সকালে ইউনিয়নের সলদি গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল রাঢ়ি (৬০), হাকিম রাঢ়ি (৫৫), উকিল রাঢ়ি (৪৮) ও মাইদুল রাঢ়িকে (২৮) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল, এসআই মিজান ও এসআই রবীন্দ্রনাথ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর কোনো কর্মী-সমর্থক এসব হামলা করেননি। বরং স্থানীয় সাংসদ পঙ্কজ দেবনাথের সমর্থক স্বতন্ত্র প্রার্থী মিঠু চৌধুরীর লোকজন তাঁর সমর্থকদের ওপর প্রতিনিয়ত হামলা-নির্যাতন চালাচ্ছেন। সলদি গ্রামে যে হামলা হয়েছে, সেটা দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মিথ্যা অভিযোগ তুলছেন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মোল্লা জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী মিঠু চৌধুরী স্থানীয় সাংসদ পঙ্কজ দেবনাথের সমর্থক।