রানীনগর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বৃহস্পতিবার ভোট চলছে। ছবিটি রানীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের
প্রথম আলো

নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মফিজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৮৬ জন। ৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৬। ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

সকালে ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোর বাইরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়লেও বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।

সকাল ৯টায় উপজেলার ত্রিমোহিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মফিজ উদ্দিন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। ভোটে যে ফল হবে, তা তিনি মেনে নেবেন।

নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বৃহস্পতিবার ভোট চলছে। ছবিটি রানীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের
প্রথম আলো

বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মুঠোফোনে অভিযোগ করেন, ভোট শুরুর পর থেকে বিএনপির কর্মী-সমর্থকদের বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার বিএনপির কর্মী-সমর্থকদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন বিলকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে ভোট দেন। মুঠোফোনে তিনি অভিযোগ করেন, ‘সব কটি কেন্দ্রেই এজেন্ট দিয়েছিলাম। আমার সব এজেন্টকে বের করে দিয়েছে নৌকা প্রার্থীর লোকজন।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাছান সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার কোনো ঘটনা আমাদের জানা নেই। কোনো প্রার্থীও এ বিষয়ে অভিযোগ করেননি। এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।’