রানীনগরে ঘরের মেঝে খুঁড়ে তরুণের লাশ উদ্ধার, আটক ৩

নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁর রানীনগর উপজেলায় ঘরের মেঝের নিচে পুঁতে রাখা অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হযরত আলী (২৩) একই গ্রামের জমশেদ আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে হযরত আলী নিজের বাড়িতে থাকেন না। নিরাপত্তাহীনতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি পার্শ্ববর্তী বন্ধু নাহিদের বাড়িতে থাকেন। ৩ জুন থেকে হযরত আলীকে খুঁজে না পাওয়ায় তাঁর বাবা জমশেদ আলী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রানীনগর থানায় গিয়ে জিডি করেন। এরপর পুলিশ পূর্ব বালুভরা গ্রামে নাহিদের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে। নাহিদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের নির্মাণাধীন বাড়ির একটি ঘরের মেঝের মাটি খুঁড়ে হযরত আলীর লাশ উদ্ধার করা হয়।

ওসি শাহিন আকন্দ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পূর্ব বালুভরা গ্রামের নাহিদ, রবিউল ও শাহিন নামে তিন যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।