রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৪ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ মঙ্গলবার তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল প্রায় ৮৪ শতাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৪৩ হাজার ৫৫৮ শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এদিন রাবির উপাচার্য গোলাম সাব্বির, সহ–উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর প্রমুখ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

আগামীকাল বুধবার শেষ দিনে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ১৯১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন অংশ নিচ্ছেন।