রামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে আজ মঙ্গলবার এক বৃদ্ধ মারা গেছেন। তিনি করপাড়া ইউনিয়নের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। ফলাফল আসা পর্যন্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৬১ জন রোগী শনাক্ত হয়। এর মধ্যে রামগঞ্জ উপজেলায় ১৯ জন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই বৃদ্ধ তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাঁকে রসুলপুর বেড়ি বাজারের পল্লিচিকিৎসক আলমাস ভূঁইয়ার কাছে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন ও পল্লিচিকিৎসক আলমাসকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য কর্মকর্তা গুণময় পোদ্দার বলেন, সতর্কতার অংশ হিসেবে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।