‘রাষ্ট্রের কাছে দাবি জানাতেই থাকব’

কল্পনা চাকমা

‘আমি আমার বোনের অপহরণের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ২৬ বছর ধরে অপেক্ষা করছি। এত দিন হয়ে গেল, এর কোনো বিচার পেলাম না। আমি ন্যায়বিচারের জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাতেই থাকব।’

মুঠোফোনে গতকাল শনিবার কথাগুলো বলছিলেন কালিন্দী চাকমা, যিনি নিখোঁজ পার্বত্য চট্টগ্রামের নারীনেত্রী কল্পনা চাকমার বড় ভাই। আজ রোববার কল্পনা চাকমা নিখোঁজের ২৬তম বার্ষিকী। এ উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী মামলার প্রয়োজনীয় নথি জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।
জুয়েল দেওয়ান, বাদীর আইনজীবী

কল্পনা চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালের ১১ জুন তিনি নিখোঁজ হন। পরদিন বাঘাইছড়ি থানায় এ ঘটনায় অপহরণ মামলা হয়। মামলায় একাধিকবার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। তবে মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী চাকমা প্রতিবার নারাজি আবেদন দিয়েছেন।

বাদীর আইনজীবী জুয়েল দেওয়ান প্রথম আলোকে বলেন, রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী মামলার প্রয়োজনীয় নথি জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। গত বছরের শেষ নাগাদ এসব নথি জমা পড়ে। তবে এরপর আর শুনানি হয়নি।