রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস কেড়ে নিল নারীর জীবন

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় জহিরা বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। তিনি জৈন্তাপুরের দরবস্ত পশ্চিমা গর্দ্দনা গ্রামের আবদুল খালেকের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, জহিরা বেগমের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জহিরা বেগম গোয়াইনঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় দামড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হয়ে আসার সময় তামাবিল থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মাইক্রোবাসের চাপায় নারী নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় ব্যক্তিরা মাইক্রোবাস আটকের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে রাত আটটার দিকে জৈন্তাপুর থানার পুলিশ বিক্ষুব্ধ ব্যক্তিদের শান্ত করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় ব্যক্তিরা।