রাস্তার পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় এলাকায় লাশটি পাওয়া যায়। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় এই তরুণের মৃত্যু হয়েছে।

নিহত তরুণ হলেন মো. সাজিন (২১)। তিনি রাজধানীর সবুজবাগ থানার রাজারবাগ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সাজিন মোতালেব প্লাজা বিপণিবিতানে তাঁর ভাই মো. ইমনের দোকানে কাজ করতেন।

সাজিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
আরিফ তালুকদার, এসআই, ফতুল্লা মডেল থানা

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ তালুকদার প্রথম আলোকে জানান, সাজিনদের পরিবার আগে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় বাস করত। দুই বছর আগে তারা রাজারবাগ এলাকায় চলে যায়। সাজিন প্রায়ই তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য ইসদাইর যেতেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি নারায়ণগঞ্জ যান। রাত ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভূঁইঘর এলাকায় এসবি গার্মেন্টসের সামনে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সাজিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।