রায়গঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁদের আটক করা হয়। আজ শনিবার পুলিশ বাদী হয়ে মামলা করে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তার দুজন হলেন, নাটোর জেলার সিংড়া থানার পেট্রোবাংলা এলাকার আব্বাস আলী প্রামাণিকের ছেলে মো. আবুল কালাম আজাদ (৫৫) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ থানা পাড়ার নান্নু খন্দকারের ছেলে রুবেল হোসেন (৩২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রায়গঞ্জ বাজারে রাশেদুল ইসলামের ঘর ভাড়া করে টেকমি রাইডস লিমিটেড নামের একটি কোম্পানি বেশ কয়েক দিন আগে থেকে কাজ শুরু করে। তাদের প্রধান কার্যালয় ঢাকার লালমাটিয়া এলাকার হাউস নম্বর ২/১ তৃতীয় তলা, ব্লক এ, রোড নম্বর ৩ উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ভোগ্যপণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য উপজেলার বিভিন্ন এলাকার ২৫-৩০ জনকে চাকরি দেওয়ার কথা বলে রায়গঞ্জ কার্যালয়ে ডেকে নিয়ে আসা হয়। প্রশিক্ষণের নামে সবার কাছ থেকে দুই হাজার টাকা করে দাবি করা হয়। ২-৩ জন টাকা জমা দিলেও অন্যদের সন্দেহ হলে রায়গঞ্জ থানা ও ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান তাঁরা।

গতকাল দুপুরে সংস্থাটির বিভাগীয় সমন্বয়কারী হিসেবে পরিচয়দানকারী আবুল কালাম আজাদ ও সহকারী পরিচালক রুবেল হোসেনকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খাজেম মাহমুদ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।