রায়গঞ্জে ছয়জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশসহ আরও ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল থেকে বিষয়টি জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা রহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকার দুজন, রায়গঞ্জ থানার একজন পুলিশ সদস্য, রায়গঞ্জ বাজার এলাকার একজন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একজন মাঠকর্মী ও চান্দাইকোনা ইউনিয়নের শিমলা গ্রামের একজন। সংক্রমিত ব্যক্তিদের বাড়িতে থেকেই চিকিৎসা কার্যক্রম চলছে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩০ মে একসঙ্গে চারজন সংক্রমিতের মধ্য দিয়ে উপজেলায় করোনাভাইরাসের উপস্থিতি জানা যায়। পরে ৬ জুলাই সংক্রমিতের সংখ্যা ছিল ৬২। ১৮ জুলাই সংক্রমিতের সংখ্যা পূর্ণ হয় ১০০। গত ৪২ দিনে আরও ৪৯ জন শনাক্ত হলেন। উপজেলায় মোট সংক্রমিতের সংখ্যা ১৪৯। এর মধ্যে ২২ জন বিভিন্ন হাসপাতালে নমুনা দিয়ে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১০ জনের। এর মধ্যে ফল পাওয়া গেছে ৮১৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৩ জন ও মৃত্যু হয়েছে ২ জনের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমীমুল ইহসান তৌহিদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। উপজেলাবাসীকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।