রায়গঞ্জে রোববার সারাদিন বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩৩ কেভি লাইনের দুই পাশে গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ দিন সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে গ্রাহকদের জানানোর জন্য মাইকিং করা হয়েছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভূঞাগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ দিন কাজ করা হবে। বিদ্যুৎ গ্রাহকদের বিষয়টি আগেই জানানোর জন্য মাইকিং করা হয়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দুই দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিষয়টি মাইকে প্রচার করা হয়েছে। এতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিদ্যুৎ না থাকার বিষয়টি মাইকে প্রচার করা নিয়ে উপজেলার ধানগড়া এলাকার মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেমও বদলে গেছে। এখন বিদ্যুৎ বন্ধ রাখার জন্য মাইকে প্রচার করা হচ্ছে।