রায়পুরায় নৌকাডুবির ৩ দিন পর নারীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরার মির্জারচরে ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কমলা বেগম (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার তিন দিন পর আজ বুধবার সকাল নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করেন নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক দেলোয়ার হোসেন।

মৃত কমলা বেগম রায়পুরার মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামের আলী হোসেনের স্ত্রী। গত রোববার রাত আটটার দিকে উপজেলার মির্জারচর ইউনিয়নে মেঘনা নদীতে ঝড়ে নৌকা ডুবে যায়। তখন মির্জারচর গ্রামের আক্তার মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৫) ও শামীম মিয়ার মেয়ে সুমাইয়া খাতুন (৫) নামের দুজন প্রাণ হারায়।

আরও পড়ুন

নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রাম থেকে ছেড়ে আসা ওই নৌকার গন্তব্য ছিল একই উপজেলার মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রাম। নদীপথে এর দূরত্ব প্রায় এক কিলোমিটার। ইঞ্জিনচালিত নৌকায় সময় লাগে পাঁচ মিনিটের মতো। ঘটনার দিন সাতজন যাত্রী নিয়ে নৌকাটি গন্তব্যের কাছাকাছি পৌঁছার পরই হঠাৎ ঝড়ের কবলে পড়লে সেটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী আরও কয়েকটি নৌকার যাত্রীরা ঝড়ের মধ্যেই তাঁদের পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান উদ্ধার হওয়া উজ্জ্বল। ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর, অর্থাৎ গত সোমবার বিকেলে শিশু সুমাইয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। সবশেষ ঘটনার ৬১ ঘণ্টা পর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ কমলা বেগমের লাশ উদ্ধার করেন।

মির্জারচরের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর ইকবাল জানান, নৌকাডুবির ঘটনায় সাত যাত্রীর মধ্যে তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে উজ্জ্বল মিয়া সাপ্তাহিক ওই হাটে বাজারসদাই করতে এবং সুমাইয়া খাতুন ও কমলা বেগম স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।