রায়পুরায় বাজারে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

নরসিংদীর রায়পুরায় আটটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে পৌর শহরের হাসিমপুর বাজারে এ ঘটনা ঘটে
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় চালের গুদামসহ অন্তত আটটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে পৌর শহরের হাসিমপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ আগুনের সূত্রপাত। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজনের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মী ও ভুক্তভোগীরা বলেন, রাত ২টার দিকে একটি দোকানে আগুন লেগে যায়। পরে ওই আগুন অল্পসময়ের মধ্যে আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। পরে বাজারের মাইকে আগুন লাগার খবর প্রচার করা হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই চালের গুদাম, মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়।

রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।