রূপগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নজুড়ে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের একটি পক্ষ ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। একই স্থানে আওয়ামী লীগের অন্য একটি পক্ষেরও সমাবেশ আয়োজনের খবর রয়েছে। আমরা বিষয়টি জানতে পেরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৩০ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছি। এ সময়ের মধ্যে এলাকায় ৫ জনের বেশি মানুষের একত্র হওয়া, মাইক, হর্ন বাজানোসহ যেকোনো ধরনের সভা, সমাবেশ ও অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আদেশ বাস্তবায়নে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে মঙ্গলবার একটি সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান অতিথি করা হয়েছে।
একই স্থানে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীর সভাপতিত্বে আওয়ামী লীগের অন্য একটি পক্ষ নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে (বীর প্রতীক) অতিথি করে সমাবেশ ও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেন।
পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এই দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই মিজানুর রহমান ও জাহেদ আলী ইউনিয়নটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।