রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে গাড়ির ধাক্কায় বিদেশি নিহত

লাশ
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে গাড়ির ধাক্কায় কাজাখস্তানের এক নাগরিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কোনিরবিভ বাউইরাজান (৩৫)। তিনি বিদ্যুৎকেন্দ্রে নিকিম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, কাজাখস্তানের এই নাগরিক ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর রাশিয়া থেকে বাংলাদেশে আসেন।

পুলিশ ও বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাউইরাজান প্রকল্পের কাজে আজ সকালে বিদ্যুৎকেন্দ্রে আসেন। সকাল ১০টার দিকে তিনি বিদ্যুৎকেন্দ্রের ভেতরেই কাজ করছিলেন। হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লে চলমান একটি পেলোডার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রকল্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, এটি একটি দুর্ঘটনা। ঘটনটি পুলিশ তদন্ত করে দেখছে।