রেলগেট বন্ধ করার পরও দৌড়, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

ট্রেন আসার সংকেত পেয়ে রেলক্রসিংয়ের গেট প্রতিবন্ধক ফেলে বন্ধ করা হয়। এরপরও কিছু লোক রেললাইন পার হতে দৌড় দেন। তাঁদের মধ্যে এক নারী ট্রেনে কাটা পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনা ঘটেছে আজ রোববার সকালে গাজীপুর নগরের জয়দেবপুর স্টেশনে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই নারী মারা যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল পৌনে ৯টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে ঢুকছিল। তখন গেটম্যান রেলক্রসিংয়ের প্রতিবন্ধক ফেলেন। এরপরও কিছু লোক ক্রসিং পার হতে দৌড় দেন। তাঁদের মধ্যে ওই নারী ট্রেনে কাটা পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ২৫ নম্বর গেটে ওই নারী কাটা পড়েন। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।