রেললাইনে বন্ধ হয়ে যায় মোটরসাইকেলের স্টার্ট, কাটা পড়ে দুজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনে কাটা পড়ে আজ সোমবার সকালে দুজন মারা গেছেন। সকাল ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনের ১৫০ গজ উত্তরে উপজেলা ভূমি কার্যালয়ের কাছের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঠাকুরগাঁও জজ কোর্টের অবসরপ্রাপ্ত সমন জারিকারক আবদুস সোবহান (৬২) এবং একই আদালতের সমন জারিকারক রুহুল আমীন (৫৫)।

দুজনের পারিবারিক সূত্রে জানা যায়, তাঁরা দুজন আদালতের কাগজপত্র নিয়ে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ সকালে একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জে যাচ্ছিলেন। ঘটনাস্থলের কাছের দোকানিরা বলেছেন যে সকাল ১০টার দিকে আন্তনগর ট্রেনটি পীরগঞ্জ স্টেশনের দিকে আসছিল। এ সময় রাস্তা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন সোবহান ও রুহুল। মোটরসাইকেলটি রেললাইনের ওপর উঠতেই তাঁদের মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় ট্রেনটি চলে আসে এবং তাঁরা দুজন ট্রেনে কাটা পড়েন।

দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, লাশ দুটি তাঁদের আত্মীয়স্বজনের কাছে দিয়ে দেওয়া হয়েছে।