রেললাইনে বসে ঝিমুনি, হঠাৎ ট্রেনের চাকায় প্রাণ গেল কৃষকের

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রেললাইনের পাশে ছাগল ও ভেড়া চড়াচ্ছিলেন এক কৃষক। হঠাৎ ক্লান্তি অনুভব করেন। বসে পড়েন রেললাইনে। বেশকিছুক্ষণ সেখানে বসেই ঝিমুচ্ছিলেন তিনি। এর মধ্যেই চলে আসে ট্রেন। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চাকায় দ্বিখণ্ডত হয়ে মারা যান ওই কৃষক।

আজ মঙ্গলবার সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাউঞ্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম লোবান আলী (৫৫)। তাঁর বাড়ি ওই গ্রামেই।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষক লোবান আলী চাষাবাদের পাশাপাশি ছাগল ও ভেড়া পালন করেন। রাত–দিন এসব নিয়েই ব্যস্ত সময় কাটান। আজ সকালে ছাগল ও ভেড়াগুলোকে খাওয়াতে রেললাইনের পাশে যান। রেললাইনের পাশেই তিনি ছাগল ও ভেড়া চড়াচ্ছিলেন। হঠাৎ ক্লান্তি অনুভব করে লাইনের ওপর বসে পড়েন। এ সময় অনেকেই তাঁকে সেখানে বসে ঝিমুতে দেখেন। এর কিছুক্ষণ পরেই সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল পার হওয়ার সময় লোবান আলী ট্রেনের চাকায় কাটা পড়েন। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।